বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা © প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বিবির বাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাসার সামনেই মো. ইকবাল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরেকজন আহত হয়েছেন। তার মো. জাহিদ হাসান রাজু (৩০)। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মো. ইকবাল (৪০) মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, তার স্বামী বিয়ের আগে এলাকায় ছিনতাই করতো, জুয়া খেলতো, বাজে নেশা করতো এবং খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করতো। কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে উজ্জল নামে পুর্ব পরিচিত একজন ইকবালকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে ঘরে থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্বামীকে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে উজ্জলের সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা বলতে পারেনি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬