মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ PM

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে যুবক। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আমবাগিচা বউ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যুবক ইমাম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিহত সীমা আক্তার (৪০) মাদারীপুরের শিবচরের বাসিন্দা। তবে তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে থাকতেন। দীর্ঘদিন ধরে তার (নিহত সীমা) সঙ্গে ইমাম হোসেনের পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন বিকেলে সীমা প্রেমিক ইমামের ভাড়া বাসায় দেখা করতে আসেন। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা ও বটি দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
পুলিশ আরও জানায়, সীমা আক্তারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সীমাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহতের স্বামী আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী আমাদের ৭ বছর বয়সী মেয়েকে নিয়ে বের হয়েছিল। ঘটনাস্থলের লোকজনের কাছে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে (সীমাকে) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।
ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে ইমাম হোসেনকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পিটুনি দেয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।