ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়ে মারধর কর্মকর্তাদের

বাঁয়ে আটক দুর্যোগ কর্মকর্তাদের নিয়ে যাচ্ছে পুলিশ। ডানে শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ানোর চিত্র
বাঁয়ে আটক দুর্যোগ কর্মকর্তাদের নিয়ে যাচ্ছে পুলিশ। ডানে শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ানোর চিত্র  © ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা জানায়, সড়কের উল্টো পথে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুজন কর্মকর্তা যাচ্ছিলেন। এ সময় ট্রাফিকের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী রিকশা থামিয়ে ঘুরে যেতে বললে ওই দুজন তার ওপর চড়াও হন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনের নিচে নিয়ে যান। এরপর সেখানে চেয়ারের সঙ্গে বেঁধে আরও কয়েকজন মিলে তাকে মারধর শুরু করেন।

তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গেও বিতর্কে জড়ান সেখানকার উপস্থিত ব্যক্তিরা। শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তারা ভবনের ভেতরে চলে যান। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে দুজন কর্মকর্তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, মহাখালী আমতলী এলাকায় ট্রাফিক বিভাগে সহায়তাকারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার দুই কর্মকর্তা তর্কবিতর্কে জড়ান। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন দুর্যোগ ব্যবস্থাপনার সেই দুই কর্মকর্তা তাদের সঙ্গে অসাধারণ করেছে এবং তাদের মারধর করেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে আমরা থানায় নিয়ে এসেছি। তবে শিক্ষার্থীরা কোন অভিযোগ দায়ের করলে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ