চট্টগ্রামের মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭ AM
চট্টগ্রাম মহসিন কলেজ

চট্টগ্রাম মহসিন কলেজ © ফাইল ছবি

ডিগ্রি পাস কোর্সে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ১৩ ডিসেম্বর ডিগ্রি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সৈকত নামে নুরুল আজিম রনি গ্রুপের একজন ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিনু গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ সুমন, একই বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের আহাদ জিসান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের নুর কায়েস, সোহাগ, ইমরান, জয়ঘোষ ও রাকিব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুরে নুরুল আজিম রনির গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করার সময় তাদের লক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সর্ম্পকে জানতে চাইলে নুরুল আজিম রনির অনুসারী ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন বলেন, ‘ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ভর্তির সময় টিনু গ্রুপের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।’

নুরুল মোস্তফা টিনু বলেন, ‘শুনেছি মহসিন কলেজে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে আমি জানি না। তখন আমি আওয়ামী লীগের প্রার্থী নওফেল ভাইয়ের গণসংযোগে ছিলাম।’

চকবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন  বলেন, ‘ডিগ্রি ভর্তিকেন্দ্রীক একটি ঘটনাকে কেন্দ্র করে এ ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার অনেক আগে থেকেই স্বরাষ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪ হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার
  • ১৮ জানুয়ারি ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9