বাবা-মায়ের বিচ্ছেদ, হতাশায় আত্মহত্যা ছেলের
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভোলার চরফ্যাশনে বাবা-মায়ের সাথে অভিমান করে বসত ঘরের শয়নকক্ষ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মো. হুজরাত রাফি নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ নভেম্বর ) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই তরুণের চাচার ঘরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ নিহত তরুণের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত তরুণ মো, হুজরাত রাফি পৌসসভার ৩ নম্বর ওয়ার্ডের রিপন মাহামুদের ছেলে।
পুলিশ জানায়, নিহত তরুণের বাবা-মায়ের সম্প্রতি সময়ে ডিভোর্স হয়। পরে তিনি চরফ্যাশন সদরের জেলা পরিষদ মার্কেটে তার চাচা হাসান মাহামুদের দোকানে সাহায্য করতেন পাশাপাশি ছোট বোনকে নিয়ে দাদা-দাদির সঙ্গে চাচার ভাড়া বাড়িতে থাকতেন। বাবা- মায়ের ডিভোর্স ও শিশু বোনকে নিয়ে তিনি নানা সময় মোবাইল ফোনে বাবা মায়ের সাথে ঝগড়া বিবাদ করতেন। এ নিয়ে নিহত রাফি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পরেন। মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ নিহত তরুণের মরদেহ উদ্ধার করে। সুরাহতাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।