মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অস্ত্রসহ আটক ৭

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ব্যক্তিরা
জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ব্যক্তিরা  © সংগহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে দুটি বিদেশি অস্ত্রসহ আটক করে মোট সাতজনকে। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ২০ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি রিভলভার, তিনটি রামদা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।

গত কয়েকদিনে মাদক সাম্রাজ্য ও আধিপত্যকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে একাধিক সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া এ ক্যাম্পে প্রায় প্রতিদিনই মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীদের মধ্যে গোলাগুলি হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবর পেয়ে তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করা যায়নি। তবে তার ৭ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। মুনিয়া সোহেলের আস্তানায় অভিযানের সময় দুটি বিদেশি রিভলভার উদ্ধার করে তারা।

আরও পড়ুন: লাঠি হাতে মেডিকেলের ক্লাসে ঢুকে পড়া সেই যুবক আটক

মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। এদিকে, আইএসপিআর জানিয়েছে, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছে।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence