যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন

আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস
আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস  © সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই ঘটনা ঘটে। 

জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাত একটার দিকে সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে। পরে ট্রেনটি রেলপয়েন্টে গিয়ে থেমে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তিনটি বগি পুড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন।  

সরিষাবাড়ী রেলস্টেশন মাস্টার আ. সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত একটার দিকে সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। রাত ১টা ১০মিনিটে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে। এ সময় ট্রেনটি স্টেশন পয়েন্টে থেকে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

আরও পড়ুন: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন জানান, জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ী স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়। এসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ১৫ নভেম্বর টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।


সর্বশেষ সংবাদ