কুবি শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া বাসচালক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহকে ধাক্কা দেয়া বাসের চালক জাভেদ হোসাইনকে আটক করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এসআই ও মামলার তদন্তের দায়িত্বে থাকা নজরুল ইসলাম। 

তিনি জানান, ‘ঢাকা মেট্রো-ব-১৫-১৬৪৮ রেজিস্ট্রেশন নম্বরধারী তিশা প্লাস বাসটির চালক জাভেদ হোসাইনকে আমরা আটক করেছি। আটকের পর আমরা আদালতে তাকে সোপর্দ করেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘থানা থেকে জানানো হয়েছে অজ্ঞাতনামা সেই ড্রাইভারকে আটক করা হয়েছে। আমরা চাই যে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক।’

আরও পড়ুন: এখনও আইসিইউতে কুবি ছাত্র ইরফানদেখতে গেলেন উপাচার্য

এদিকে ইরফানের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। গতকাল শনিবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইরফানকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহ (২৪) ঢাকাগামী তিশা বাসের ধাক্কায় আহত হন। অবস্থা বিবেচনায় কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। দুর্ঘটনার দিন (৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা হিসেবে বাসের চালকের নামে মামলা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence