পুলিশের জ্যাকেট গায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এসআই প্রত্যাহার

০৭ নভেম্বর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
পুলিশের ভেস্ট গায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম (বায়ে) ও এসআই শহিদুল ইসলাম

পুলিশের ভেস্ট গায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম (বায়ে) ও এসআই শহিদুল ইসলাম © সংগৃহীত

পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট (ভেস্ট) পরা স্বেচ্ছাসেবক লীগ নেতা  সাজেদুল ইসলামের (২৮) ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করে পুলিশ। সেই ঘটনার সাথে যুক্ত থাকা বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে তাঁকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গত ৩১ দুপুরের দিকে ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় শহিদুল জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের ওপর রাখেন। সেখানে সাজেদুল কৌশলে জ্যাকেটটি পরে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি স্টোরিতে এবং পরবর্তীতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

সাজেদুল বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে।

আরও পড়ুন: ইয়াবা মামলায় বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

ধুনট থানা পুলিশ জানায়, ওইদিন রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত করা হয়। তদন্তে এসআই শহিদুল ইসলামের কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, তদন্তে কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬