সাংবাদিক নির্যাতন

ঢাকা কলেজের হল থেকে ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

১১ অক্টোবর ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ঢাকা কলেজের হলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া ছয় শিক্ষার্থী

ঢাকা কলেজের হলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া ছয় শিক্ষার্থী © সংগৃহীত

ঢাকা কলেজে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী সোমবারের (১৬ অক্টোবর) মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন। আজ বুধবার (১১ অক্টোবর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।

হল থেকে বহিষ্কার হওয়া সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তারা হলেন, রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ।

অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে ৬ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে পদক্ষেপ নিতে হল কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা যাতে না ঘটে সে জন্যও হল কমিটিকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বুধবার ঢাকা কলেজের শহীদ ফরহাদ ছাত্রাবাসের গেস্টরুমে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করে ছাত্রলীগের কিছু কর্মী। এ নিয়ে গণমাধ্যমে নিউজ হলে পরদিন বৃহস্পতিবার রাত ১২টা থেকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও বাংলাট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে আটকে রাখে নির্যাতন চালানো হয়।

পরে রাউফুর রহমান সোহেলের নেতৃত্বে সোহাগ সরকার, চমক ও সাব্বিরসহ আরো অনেকে তার ফোন কেড়ে নেয়। পরদিন শুক্রবার সোহেল ওবাইদুর সাঈদকে শারীরিক ও অমানসিক নির্যাতন চালায়। ফোন কেড়ে নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, ব্যক্তিগত বিষয় স্ক্রিনশট ও ভিডিও করে নেয়। বিকাশে থাকা ৩ হাজার ৭০০ টাকাও হাতিয়ে নেয় সোহেল।

এ ঘটনায় গণমাধ্যমে নিউজ হয়। বিভিন্ন সাংবাদিক সমিতি বিবৃতি দেয়। মুক্ত সাংবাদিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। গত ৩০ সেপ্টেম্বর রাতে রাউফুর রহমান সোহেলসহ ৬ জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরো পড়ুন: গুচ্ছে আসন ফাঁকা ৭১৩, ভর্তি নিয়ে সভা আজ

পরে তড়িঘড়ি করে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করে ঢাকা কলেজ প্রশাসন। ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দিয়ে ফের ৯ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি। কিন্তু বর্ধিত সময়েও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

একদিন পর মঙ্গলবার কলেজ প্রশাসনকে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে কমিটি। পরবর্তীতে বুধবার কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করে। এছাড়াও আগামী সোমবারের মধ্যে বহিষ্কৃতদের বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন। যদিও সাংবাদিক সমিতির পক্ষ থেকে দোষীদের ছাত্রত্ব বাতিল করার দাবি তোলা হয়েছিলো।

এ বিষয়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, আমরা কলেজ প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এটা ভালো দিক। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি জানাচ্ছি।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9