হিরো আলমকে হত্যার হুমকি, এক দিনের মধ্যে আটক হুমকিদাতা

২৫ জুলাই ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আটক আবু আহমেদ

আটক আবু আহমেদ © সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আবু আহমেদ (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানার পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে হিরো আলমের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি রাতেই হাতিরঝিল থানায় জিডি করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, হিরো আলমকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

জিডিতে হিরো আলম বলেন, ওই ব্যক্তি তাকে গালি দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি শঙ্কা বোধ করায় মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছেন। তাকে হুমকি দেওয়ার এক দিনের মধ্যে হুমকিদাতাকে আটক করা হলো।

জকসু নির্বাচনে আরও ২ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘খেজুর গাছটাকে আপনারা ধানের শীষ বানালে আমি এমপি হব’
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফলাফল প্রকাশ, কার ভোট কত?
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে সভায় বসছেন উপাচার্যরা
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত …
  • ০৭ জানুয়ারি ২০২৬