বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা, পুলিশের বিরুদ্ধে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
রাজধানীর যাত্রাবাড়িতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে পুলিশের এক কনস্টেবলের নামে মামলা হয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সোহাগ হুসাইন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার রঘুনাথপুরে।
‘আত্মহত্যা’ করা ছাত্রীর নাম লামিয়া আলম (২২)। তিনি বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সোহাগ চার বছর আগে গাজীপুর পুলিশে কর্মরত ছিলেন। ওই সময় লামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ১১ ফেব্রুয়ারি সোহাগ বিয়ে করার কথা বলে লামিয়াকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে তাঁর বাসায় নিয়ে আসেন। পরে লামিয়াকে বিয়ে করার কথা অস্বীকার করে আত্মহত্যা করতে বলেন সোহাগ। এরপর গত বুধবার লামিয়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এই ঘটনায় গত শুক্রবার যাত্রাবাড়ী থানায় সোহাগের নামে মামলা করেন লামিয়ার মা মনজু বেগম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম। তিনি বলেন, ‘সোহাগ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’