বাবার সঙ্গে কথা বলতে বলতেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন তরুণী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪ PM

যশোরের অভয়নগরে মুঠোফোনে বাবার সঙ্গে কথা বলতে বলতেই ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত তরুণী সুমাইয়া বেগম (২২) অভয়নগর উপজেলা বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী এবং খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের মহিরুল ইসলামের মেয়ে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট রেলক্রসিং এলাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুমাইয়ার মৃত্যু হয়।
নিহত সুমাইয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে রকি শেখের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। তাঁদের দুই বছরের এক ছেলে আছে। বিয়ের পর থেকে রকি বিভিন্ন সময় যৌতুকের জন্য সুমাইয়াকে চাপ দিতেন। রকিকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন সুমাইয়ার বাবা মহিরুল। তবে এরপরও রকিসহ তাঁর পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত বছর রকি সুমাইয়াকে ছুরি দিয়ে মেরে ফেলতে গিয়েছিলেন। সংবাদ পেয়ে মহিরুল সুমাইয়াকে বাড়িতে নিয়ে আসেন। এরপর রকির বিরুদ্ধে মহিরুল মামলা করেন।
মহিরুল ইসলাম বলেন, ‘মামলার পর সুমাইয়ার শ্বশুরবাড়ির এলাকার লোকজন আমার বাড়ি এসে আলোচনা করেন। মীমাংসার পর মামলা তুলে নেওয়া হয়। তাঁরা মেয়েকে আবার শ্বশুরবাড়ি নিয়ে যান। এরপরও রকি ও তাঁর পরিবারের লোকজন নির্যাতন চালিয়ে যেতে থাকেন। নির্যাতন সইতে না পেরে সে (সুমাইয়া) শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে বের হয়ে আসে।
তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে সে আমার সঙ্গে মুঠোফোনে কথা বলছিল। তখন সে বলে, তোমার নাতিকে দেখো। কথা বলতে বলতে হঠাৎ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি সুমাইয়া ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোল্যা মিজানুর রহমান বলেন, শনিবার দুপুরে সুমাইয়া নামে এক তরুণী মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুণীর মৃত্যু হয়। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।