ঘৃণ্য অপরাধের কারণে দিহানের জামিন বিবেচনার সুযোগ নেই: হাইকোর্ট

আনুশকা হত্যা মামলায় জামিন পাননি দিহান
আনুশকা হত্যা মামলায় জামিন পাননি দিহান  © সংগৃহীত

রাজধানীর কলাবাগানে স্কুল শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানকে জামিন দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, দিহানের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের অভিযোগ রয়েছে। এজন্য তার জামিন বিবেচনার সুযোগ নেই।

বুধবার (১১ জানুয়ারি) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ দিহানের জামিন আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে হাইকোর্ট মামলাটির বিচার দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা হাইকোর্টের

এর আগে গত বছরের ৭ জানুয়ারি বিকেল সোয়া চারটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে নিহত ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অইদিন দুপুরে আনুশকাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ইফতেখার ফারদিন দিহান। পরবর্তীতে জানা যায়, আনুশকা দিহানের বাসাতেই ছিলেন। সেখানেই জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   

ঘটনার দিন রাতে আনুশকার বাবা মো. আল আমিন কালবাগান থানায় দিহানের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় মামলা করেন। পরদিন ৮ জানুয়ারি দিহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence