‘নুডুলস’ খাওয়া নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, নিহত এক

‘নুডুলস’ খাওয়া নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, নিহত এক
‘নুডুলস’ খাওয়া নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, নিহত এক  © ফাইল ছবি

চলতি বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় নুডুলস খাওয়ার আয়োজনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। নিহতের নাম হৃদয় ও তার বয়স ২০ বছর। তিনি একই এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার এসআই আনিস উদ্দিন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনার খেলার রাতে সমর্থকরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদেরই সমর্থকদের মধ্যে মারামারি হয়।

আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে জাবিতে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৭

এরই জেরে মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় অস্ত্রের আঘাতে হৃদয় জখম হন। এরপর তাকে ভোলা আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ভোলা সদর মডেল থানার এসআই আনিস উদ্দিন জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ফুটবল খেলা নিয়ে। এতে একজন মারা গেছেন। উভয়পক্ষের আটজন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা মরদেহের ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব বলেও জানান তিনি।

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাইমুল হাসনাত জানিয়েছেন, দেশীয় অস্ত্রে জখম হয়ে আটজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর একজন মারা গেছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence