দাঁতে ব্যাথা, ফেসবুকে স্ট্যাটাসের পর না ফেরার দেশে কলেজছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:১১ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ০৯:১৬ AM
কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিরাজ হোসেন (২৩) নামের এক কলেজছাত্র না ফেরার দেশে চলে গেছেন। তিনি দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরাজ কুুমারখালী উপজেলার গোবরা চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কুুমারখালী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, মিরাজ দীর্ঘদিন দাঁতের ব্যাথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভারতে যাওয়ার। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে দাঁতের ব্যাথা বেড়ে গেলে দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর বিষপান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলেজছাত্রের অকাল মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শেষবারের মত একবার দেখতে শুক্রবার তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। অসুস্থ হয়ে পড়েছেন মা, বাবা ও তাঁর বড় ভাই হেলাল উদ্দিন।
আরো পড়ুন: মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
মিরাজের ফুফাতো ভাই শাহিন বলেন, মিরাজ খুব ভাল ছেলে, দাঁতের রোগ ছিল। ভারতে যাওয়ার কথা ছিল। হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে। রাতে মারা যান।
চাঁদপুর ইউনিপ চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার বলেন, ছেলেটি খুব কষ্ট করে একটি বাড়ি বানিয়েছিল। কিন্তু ওর অসুখ ছিল। হয়তো সে কারণে আত্মহত্যা করেছে। ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় তার লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।