মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

২৮ অক্টোবর ২০২২, ১০:১১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
উদ্ধার অভিযান ও ইনসেটে মো. গালিব হক

উদ্ধার অভিযান ও ইনসেটে মো. গালিব হক © সংগৃহীত

নরসিংদীতে পিকনিকে এসে ফুটবল খেলা শেষে মেঘনা নদীতে গোসলে নেমে মাদরাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার দুপুর ১টার দিকে মো. গালিব হক (১৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

এ ঘটনায় শহিদুল ইসলাম মাহফুজ (১৭) নামের আরেক ছাত্র নিখোঁজ রয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন করিমপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফরিদুল আলম।

মো. গালিব হক পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলাপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে এবং শহিদুল ইসলাম মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তারা উভয়ই সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী এবং দুজনই কোরআনে হাফেজ।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, বৃহস্পতিবার সকালে ওই মাদরাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ ছাত্র নদীর আফজাল সাহেবের চরে নৌকা ভ্রমণে আসে। সারাদিন সেখানে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি। পরে তাদের খোঁজ না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি নৌ-পুলিশকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার বিকেল ৫টার দিকে গালিব হকের মরদেহ উদ্ধার করে।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ দুই মাদরাসা ছাত্রকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করে। বিকেলে নিখোঁজ মো. গালিব হকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা মাহফুজ নামে আরও এক ছাত্রকে উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9