পরীক্ষা শেষে স্কুলছাত্রীকে নিয়ে পালালেন প্রধান শিক্ষক

০২ অক্টোবর ২০২২, ০৪:১১ PM
প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক © সংগৃহীত

নাটোরে নিজ স্কুলের ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে পালিয়েছেন, এমনই অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে গুরুদাসপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের বিরুদ্ধে। 

শনিবার (১ অক্টোবর) দুপুরে পালিয়ে যাওয়ার পর রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রীৱ মাকে ধর্ম আত্মীয় বানান নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ  আহমেদ (৪৮)। এই সূত্রে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।

আরও পড়ুন: রিভা তো ফেরেশতা না, মানুষ ভুল করতেই পারে: তিলোত্তমা

শনিবার এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে ওই প্রধান শিক্ষক তার ধর্ম আত্মীয় ভাগ্নিকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান এবং তার রাজশাহীর বাড়িতে অবস্থান করেন। মেয়ে বাসায় ফিরতে দেরি করায় খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তার এক আত্মীয় তাকে জানান শনিবার সকালে প্রধান শিক্ষক এবং তার ভাইসহ একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে রাজশাহীর এলাকায় লুকিয়ে রেখেছেন তার মেয়েকে।

পরে প্রধান শিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা জানান মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তার মেয়েকে ফিরিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এ সময় রাত ১০টার দিকে তার মেয়েকে ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে তারা গুরুদাসপুর থানা এসে অপহরণ মামলা করেন ওই প্রধান শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের মোবাইলফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মেয়েটিকে উদ্ধার, দোষীদের গ্রেপ্তারসহ আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু শিগগিরই: র‍্যাব ম…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 
  • ২০ জানুয়ারি ২০২৬
এসএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা 
  • ২০ জানুয়ারি ২০২৬
স্বীকৃতি কর্মস্পৃহা বাড়ায়, দায়িত্ববান মানুষ তৈরি করে: মাউশি…
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনি ব্যয়ের জন্য জনগণের কাছে অনুদান চেয়েছে এনসিপি 
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9