বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত
মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে ও বলে সমানতালে আধিপত্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি নিজেদের করে নেয় লাল-সবুজের দল।
আগে ব্যাট করতে নেমে শারমীন আক্তারের দুর্দান্ত ইনিংসে ভর করে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৩ রান করেন তিনি।
তার সঙ্গে সোবহানা মোস্তারি ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধবন নেন সর্বোচ্চ তিন উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ৪২ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
টপ-অর্ডারে রিতু মনি এবং মাঝের ওভারে নাহিদা আক্তারের স্পেলেই মূল ধস নামে। চেতনা পাগিদিয়ালা সর্বোচ্চ ৩৬ রান করেন, আর ওপেনার দিশা ঢিঙ্গরা করেন ২৩ রান।
নাহিদা আক্তার চার ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট, রিতু মনি পান ৩ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র।