মোহাম্মদ রফিক © সংগৃহীত
বিপিএলে পরাজয়ের 'হেক্সা' পূরণ করেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে নিজেদের সপ্তম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পায় দলটি, সেটাও আবার হেভিওয়েট রংপুরের বিপক্ষে।
এদিন আগে ব্যাট করে ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী। জবাবে ১৩৯ রানেই থামে রংপুর। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাই আফসোস করলেন রংপুরের বোলিং কোচ মোহাম্মদ রফিক।
সংবাদ সম্মেলনে রফিক বলেন, ‘দেখেন আমাদের টার্গেট মোটামুটি ভালোই ছিল। আমরা পাওয়ারপ্লে কিন্তু প্রতি ম্যাচে ভালো করতে পারছি না। এখানে একটু পিছিয়ে আছি। মাঝে একটু রান করলে ২-১ উইকেট গেলে আবার স্লো হয়ে যায়। ওভারঅল, আমাদের ব্যাটিংটা একটু খারাপ হচ্ছে।’
নিজেদের বিপর্যয় প্রসঙ্গে রফিক বলেন, ‘সেটাই তো বললাম। আজকে সম্পূর্ণ কিন্তু যে আউটগুলো দেখেছেন ভুল শট চয়েজে আউট হয়েছে। আমাদের যেভাবে দল হয়েছে, চেহারায় কিন্তু খেলা হয় না, খেলা হয় মাঠে। সেখানেই আমরা পিছিয়ে আছি।’
উল্লেখ্য, ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রংপুর রাইডার্স। অন্যদিকে একমাত্র জয়ে ২ পয়েন্টে টেবিলের তলানিতে নোয়াখালী। এ ছাড়া ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস।