'অভিনয় করি, এটা মোটেও সহজ নয়', বাইরের প্রভাব প্রসঙ্গে শান্ত

০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনায় মাঠের বাইরের প্রসঙ্গ। মোস্তাফিজুর রহমানকে হুমকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়া এবং নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে বাংলাদেশের অনীহাই মূলত এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, বিশ্বকাপের আগে এমন ঘটনা ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে, যদিও তা প্রকাশ্যে তারা স্বীকার করেন না। 

এ সময় অতীতের অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আগের বিশ্বকাপগুলোর আগে তামিম ইকবাল–সাকিব আল হাসান ইস্যুসহ নানা বিতর্ক বাংলাদেশের ক্রিকেটকে বারবার অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে বলে মন্তব্য করেন শান্ত।

রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়কের ভাষ্য,  ‘প্রথমত আমাদের প্রতি বিশ্বকাপের রেজাল্ট দেখলে কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। আমাদের গত বছর কিছুটা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আরও ভালো খেলার সুযোগ ছিল। আমরা পারিনি। কিন্তু দেখা যায় প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। এই জিনিসগুলো আমি খেলোয়াড় হিসেবে বলতে পারি দুই-তিনটা বিশ্বকাপ যাই খেলছি আল্লাহ্‌র রহমতে, প্রভাব পড়ে (পারফরম্যান্সে)।’

শান্ত বলেন, ‘আমরা ওই যে অভিনয় করি যে, না আমাদের কিছু হয় না, আমরা খুবই পেশাদার ক্রিকেটার। এটা তো আপনারাও বুঝেন যে আমরা অভিনয় করি। এটা মোটেও সহজ নয়। আমার কাছে মনে হয় খেলোয়াড়রা তবু চেষ্টা করে যায় ওইটাকে (মাঠের বাইরের ঘটনা) কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি দলের জন্য। কিন্তু এই জিনিসগুলো না হলে ভালো।’

বিশ্বকাপের প্রায় এক মাস আগে টাইগারদের ম্যাচ ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে শান্ত বলেন, ‘এবারের ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কিভাবে হয়েছে আমি বিস্তারিত জানি না। কিন্তু যেটা হচ্ছে এটা আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বা পারবো আসলে কীভাবে করা যেত এই সম্পর্কে আমার ধারণা নেই। এরপরও আমি বলবো অভিনয় করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমাদের আমরা যাই, যেখানেই খেলি, ওখানে চেষ্টা করা উচিত যে কিভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।’ 

সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপিকে চান ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬, অন্যদের কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9