তামিমকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ শান্ত, বললেন ‘খুবই দুঃখজনক’

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ PM
তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত

তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের হুমকির অজুহাতে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এর জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছার কথা উল্লেখ করে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। তবে বিশ্বকাপ প্রসঙ্গে বোর্ডকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তামিম ইকবাল।

এর পরপরই তামিমকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের ক্রিকেটাররা ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব।  এবার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বললেন, এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শান্ত বলেন, ‘খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে। সাবেক অধিনায়ক এবং আমার মনে হয় বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। যেকোনো ক্রিকেটার হতে পারে, সাবেক অধিনায়ক হতে পারে বা একজন সাধারণ খেলোয়াড় হতে পারে, সফল হইতে পারে, সফল নাও হইতে পারে। কিন্তু দিনশেষে একটা ক্রিকেটার কিন্তু সবসময় আশা করে সম্মানটুকু। যে আমি ওই পূর্ণ সম্মানটুকু পাচ্ছি কিনা। যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তার তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক।’

শান্ত আরও বলেন, ‘সবথেকে কষ্ট লাগার বিষয়টাই হলো আসলে ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে আগলে রাখবে, আমাদেরকে আরও রক্ষা করবে। এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা একদমই একজন ক্রিকেটার হিসেবে আমি মানতে পারি না। আমি নিজেও চাই যে আমাকে আমার ঘরের মানুষ, আমার আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করবে, আমাকে সমর্থন করবে।’

বিষয়টির বিষদ ব্যাখ্যায় রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক বলেন, ‘আমি যদি আমার বাবা-মায়ের কথা বলি, আমি একটু বিস্তারিত বলি। বাবা-মায়ের কথা বলি আমি চাইবো যে আমার বাবা-মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক। আমি কখনোই চাইবো না যে মানুষের সামনে আমাকে বকবকি করুক যদি আমি ভুল করি। আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম যিনি কিনা আবার আমাদের অভিভাবক, এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না এবং আমি এটা একদমই পক্ষে না এটা এবং আমি জানি না এটা কেন কী কারণে এ ধরনের কমেন্ট আসছে। বাট আমি মনে করি যে অভিভাবক হিসেবে এ ধরনের কমেন্ট করাটা একদমই যৌক্তিক না এবং এটা এটা আমি একদমই গ্রহণ করি না।’

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9