আসিফ নজরুল © সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়। তবে তা দেশের মর্যাদার বিনিময়ে নয়।’ বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি, অবশ্যই খেলতে চাই। কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে না। আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে না। দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি থেকে আজ যে চিঠি পেয়েছি, তা পেয়ে মনে হয়েছে ভারতে যে নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা বুঝতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু না, জাতীয় অবমাননা ইস্যু। যা-হোক, আমরা নিরাপত্তা ইস্যুকেই মুখ্য করে দেখছি। যেখানে বিসিসিআই নিজেই কলকাতাকে বলছে এই খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, উনাকে তোমার দল থেকে বাদ দেও। এটাই তো স্বীকৃতি যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। ভারতে যে সাম্প্রদায়িক পরিস্থিতি আছে, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমাদের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করব না।’
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে শ্রীলঙ্কায় এই অবস্থানে অনড় আছি। কেন এই অবস্থানে অনড় আছি, আশা করি আইসিসিকে বুঝাতে সক্ষম হবো এবং আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিবে।’
আসিফ নজরুল এ-ও বলেন, ‘আইসিসিকে বুঝানোর যথেষ্ট শক্ত যুক্তি আছে। আমাদের অবস্থানের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে আবার বসে সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত স্পষ্টভাবে এই সিদ্ধান্ত নিয়েছি, আইসিসিকে বোঝাব আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই।’