কঠিন সময়ে বিশ্বাস রাখায় লিটনকে ধন্যবাদ শামীমের

০১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ PM
শামীম হোসেন

শামীম হোসেন © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে জায়গা পাননি শামীম হোসেন। তখন এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। কঠিন সময়ে লিটনের সেই সমর্থন অবশ্য ভুলে যাননি শামীম। তাই বিপিএলে ফিফটি তুলে নিয়েই কৃতজ্ঞতা জানালেন তাকে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শামীম। ৪৩ বলে ৮১ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। দলের অন্য ব্যাটাররা একের পর এক ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান এই বাঁহাতি ব্যাটার।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘শুরুতে আমি লিটন ভাইকে ধন্যবাদ দেব। উনি আমার উপর অনেক বিশ্বাস রেখেছে। কারণ, এর আগে আমি ম্যাচ উইনিং নক খেলিছি। ২-৩ ম্যাচ খারাপ যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। যদি সবাই সাপোর্ট দেয়, ভালোভাবে কামব্যাক করা যায় সহজেই।’

শামীম আরও বলেন, ‘অবশ্যই (খারাপ সময়ের মধ্যে) আমি আমার ফোকাসে ছিলাম। আমার মতো করে ছিলাম, অনুশীলন করেছি। এটা (বিশ্বকাপ) নিয়ে এখন চিন্তা করছি না। এখানে ভালো টুর্নামেন্ট খেলছি। চেষ্টা করছি এখানে ভালো করে বিশ্বকাপের জন্য যদি সুযোগ পাই, ভালো প্রস্তুতি হবে আমার জন্য।’

জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল
  • ০৪ জানুয়ারি ২০২৬
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রতি রিফ্রেশেই ফলোয়ার হারাচ্ছে কলকাতা
  • ০৪ জানুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৩, আবে…
  • ০৪ জানুয়ারি ২০২৬