বেগম জিয়ার মৃত্যুতে শোক তামিম-মুশফিক-লিটনদের

 খালেদা জিয়া, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস
খালেদা জিয়া, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস  © সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও ওপেনার ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসসহ অনেকেই।

নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তামিম ইকবাল লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফেরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

ইমরুল কায়েস লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফেরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এদিকে মুশফিকুর রহিমও লেখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তার সঙ্গে দোয়ার ইমোজি জুড়েছেন মুশফিক।

লিটন দাস লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার, প্রিয়জন এবং জাতির প্রতি আন্তরিক সমবেদনা।’

অন্যদিকে এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। আর সুস্থ হতে পারেননি। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন।  


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!