বিসিবিকে তাসকিনের ধন্যবাদ

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ   © সংগৃহীত

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার মতে, এতে ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি জাতীয় দলের পারফরম্যান্সেও সুফল মিলবে।

এ নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘এনওসি পেয়ে খুবই ভালো লাগছে। কারণ, যত খেলব...ভিন্ন ভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সাথে, তাদের সাথে যত ড্রেসিংরুম শেয়ার করা, অনেক কিছু শেখার আছে ওখানে। তাছাড়া ভিন্ন ভিন্ন কোচিং প্যানেলস থাকে এবং সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে।’

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তাসকিন বলেন, ‘বোর্ডকে ধন্যবাদ যে তারা এনওসি দেওয়া শুরু করেছে এবং এটা ভবিষ্যতে আমাদের খেলোয়াড়দের জন্য ইতিবাচকই হবে আশা করছি।’

আইএল টি-টোয়েন্টির বাস্তবতা প্রসঙ্গে তাসকিন বলেন, বলেন, ‘আইএল টি-টোয়েন্টি বেশ বড় একটা লিগ। ওখানে দেখা গেছে প্রত্যেকটা দলের ব্যাটিং অনেক। দেখতাম একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে। তো সহজ ছিল না বোলার হিসেবে। যতটুকু যা হয়েছে এটা আমার ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বুস্ট আপ করবে যাতে আমি আরো ভালো করতে পারি।’ 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!