জাকির মৃত্যুর খবরে মাঠে কী ঘটেছিল, জানালেন শান্ত
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
মাঠের মানুষ যেন মাঠ থেকেই বিদায় নিলেন। আর বিপিএলের মাঝেই নেমে আসে গভীর শোকের আবহ। প্রখ্যাত কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন ক্রিকেটাঙ্গনের সঙ্গে জড়িত সবাই। এমন শোকাবহ মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশবাসীর কাছে জাকির আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
ঢাকা–রাজশাহী ম্যাচের মাঝেই না ফেরার দেশে পাড়ি জমান মাহবুব জাকি। এই দুঃসংবাদ যখন শান্তর কাছে পৌঁছে, তখন ক্রিজে ছিলেন তিনি, ব্যাট হাতে দলের জন্য লড়াই করছিলেন। তবে জাকির মৃত্যুর অনুভূতি প্রকাশে ভাষা নেই তার।
শান্তর ভাষ্যমতে, ‘খুবই… দুর্ভাগ্য বলব না… কোন শব্দ ব্যবহার করব, আমি জানি না। টসের পর দেখলাম সুস্থ একটা মানুষ পড়ে গেল। তারপর সিপিআর দেওয়া হলো। পালস একবার এসেছিল।’
প্রয়াত কোচের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শান্ত বলেন, ‘উনার পরিবারের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। দূর থেকে হলেও উনার ফ্যামিলির পাশে থাকবেন। আমি তখন ব্যাটিংয়ে ছিলাম, তখনই জানতে পারি। সবাই তো… অবাক হওয়ারই বিষয়। কেউ আশা করিনি এমন কিছু হবে। কেউ জানি না কে কখন চলে যাবে। সবাই অনেক অবাক হয়েছি। কিন্তু দোয়া করা ছাড়া বেশি কিছু করার নেই।’
এই খবর শোনার পর ম্যাচের বাকি অংশে বিমর্ষ খেলোয়াড়দেরও আবেগপ্রবণ দেখায়। শান্তর ভাষায়, ‘এটা তো খুব হৃদয়বিদারক খবর ছিল। সবাই চমকে গেছে, সবাই চুপচাপ ছিল, মন খারাপ ছিল। এটা তো আসলে আমাদের হাতেই নেই। মন খারাপ নিয়েই সবাই খেলেছে। এটা মাথায় নিয়েই আমি খেলি। প্রফেশনাল ক্রিকেট, প্রফেশনালিজম মেইনটেইন করা জরুরি। তবে প্রত্যেক ক্রিকেটারের জন্য আজকের দিন কঠিন ছিল।’