হোম ক্রাউডের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাজশাহী, পেমেন্টে সন্তুষ্ট শান্ত
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ PM
হোম অব ক্রিকেট মিরপুরে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের মধ্য দিয়ে বিপিএলের আবহ লেগেছিল। পরে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও অনুশীলনে নামে। হোম ভেন্যুতে প্রস্তুতি সেরেছে সিলেট, আর গত ২৩ ডিসেম্বর অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম।
এদিকে মাঠের বাইরেও ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। নিয়ম অনুযায়ী, তিন ধাপে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করার কথা। অবশ্য, এরই মধ্যে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমসহ কয়েকজন ক্রিকেটারকে প্রথম কিস্তির ২৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্য দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স ৫০ শতাংশ এবং ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ পেমেন্ট দিয়েছে। তবে এখনো কোনো টাকা দেয়নি অন্য তিন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম। জানা গেছে, আজ-কালের মধ্যেই পেমেন্ট করবে তারাও।
পারিশ্রমিক পেয়ে সন্তুষ্ট রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, খুবই ইতিবাচক (ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট পেয়ে যাওয়া)। এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো। দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকঠাক মতো পেয়েছে এখন পর্যন্ত।
শান্ত আরও বলেন, আমি রাজশাহীর কথা বিশেষভাবে বলতে গেলে খুব আগেই টাকাগুলো দিয়ে দিয়েছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয় নিয়ে খুবই পরিষ্কার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। তাই এটা একটা ইতিবাচক দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এভাবে প্লেয়ারদের পেমেন্টগুলো ঠিকঠাক দিয়ে দেবেন।