সাকিবের যে গুণ সব ক্রিকেটারের থাকা উচিত, জানালেন আশরাফুল

২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল © ফাইল ছবি

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত চারজন বোলার ১০০ বা ততোধিক উইকেট শিকার করেছেন। তারা হলেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ রফিক। চারজনের মধ্যে তিনজনই বাঁহাতি স্পিনার। রফিক, সাকিব ও তাইজুল। মিরাজ ব্যতিক্রম হিসেবে অফ–স্পিনার।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় সাকিবের উইকেট সংখ্যা কিছুদিন ধরেই বাড়েনি। এ সুযোগে এগিয়ে এলেন তাইজুল ইসলাম।  আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি সাকিবকে (২৪৬) ছাড়িয়ে নিয়ে গেছেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিকানায়। তাইজুলের উইকেট সংখ্যা এখন ২৪৯।

তাইজুলকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে সতীর্থ ছিলেন মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানেরও। তিন স্পিনারের তুলনা নিয়ে প্রশ্ন করা হলে আশরাফুল বলেন, ‘যার যার সময়ে তারাই সেরা। এখন তাইজুল খেলছে, এই মুহূর্তে সে-ই সেরা। রফিক ভাই তার সময়ে সেরা ছিলেন। আর সাকিব তো বিশ্বমানের।’

আশরাফুলের মতে, তাইজুল ও রফিকের বড় মিল—অসাধারণ পরিশ্রম। তিনি বলেন, ‘তাইজুল ও রফিক ভাই দু’জনই সকাল থেকে শুরু করে শেষ পর্যন্ত অনুশীলন চালিয়ে যেতে পারে।’ এ জায়গায় সাকিব ছিলেন ভিন্ন ধরনের, ‘সাকিব চার-ছয় ওভার বল করলেই মনে করত যথেষ্ট। সে অনুশীলনে শরীরের চেয়ে মস্তিষ্ককে বেশি ব্যবহার করত।’

সাকিবের আরেক বিশেষ গুণও তুলে ধরেন ব্যাটিং কোচ। ‘সাকিব তার ইমোশন নিয়ন্ত্রণ করতে জানত। ভালো করলেও স্বাভাবিক, খারাপ করলেও স্বাভাবিক থাকত—এ কারণেই লম্বা সময় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার ছিল।’

আশরাফুল মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা যদি সাকিবের মতো পরিস্থিতি অনুযায়ী ‘স্বাভাবিক’ থাকতে শিখতে পারে, তাহলে দলের ধারাবাহিকতা অনেক বেড়ে যাবে। তার ভাষায়, ‘আমরা এক ম্যাচ ভালো খেলি, পরের ম্যাচে খারাপ খেলি—এটার মূল কারণ ব্যাটাররা পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক থাকতে পারে না।’

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কানাডা ও চীনের কৌশলগত অংশীদারিত্ব: ৪৯ হাজার চীনা ইলেকট্রিক …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9