ভালো শুরুর বার্তা দিয়ে প্রশ্নবোধক সেশন বাংলাদেশের

১৯ নভেম্বর ২০২৫, ১২:১০ PM
শান্ত ও জয়

শান্ত ও জয় © সংগৃহীত

মুশফিকুর রহিমের শততম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে স্বপ্নের সূচনা মিলল না বাংলাদেশের। মিরপুরে টেস্টের প্রথম সেশনেই হারাতে হয় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের সেই মুহূর্তে ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিক। তার সঙ্গী হয়ে চেষ্টা করছেন মুমিনুল হক।সবমিলিয়ে স্বস্তিদায়ক শুরু সত্ত্বেও চাপ নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে স্বাগতিকরা।

বুধবার (১৯ নভেম্বর) ইনিংসের শুরু থেকেই ওয়ানডে ধাঁচের ব্যাটিংয়ে স্কোরশিট সচল রেখেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। একপ্রান্তে জয় শুরুতে খানিকটা ধীরেসুস্থে খেললেও অন্যপ্রান্তে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন সাদমান। এতে মাত্র ১৩ দশমিক ২ ওভারেই দলীয় পঞ্চাশ রান পূরণ করে বাংলাদেশ।

তবে হঠাৎই ছন্দপতন হয় ওপেনিং জুটি। ওপেনিং জুটির পঞ্চাশের ঠিক পরপরই সাজঘরে ফেরেন সাদমান। আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রাইনের গুড লেংথে ডেলিভারিতে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন এই ওপেনার। যদিও প্রথমে আউট দেননি আম্পায়ার, তবে রিভিউ নেয় আয়ারল্যান্ড। রিপ্লেতে দেখা যায় স্টাম্পে লাগছিল বল। এতে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।

উইকেটে থিতু হলেও ইনিংসকে বড় রূপ দিতে পারেননি জয়। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অধৈর্য হয়েই নিজের উইকেট বিলিয়ে দেন এই ব্যাটার। জয়কে আউট করে দিনের দ্বিতীয় শিকার নিশ্চিত করেন ম্যাকব্রাইন। ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন জয়, কিন্তু টাইমিং পুরোপুরি বিগড়ে যায়। মিড-অফে সহজ ক্যাচ দিয়ে ৮৬ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এরপর ক্রিজে নেমে শুরুটা বেশ আত্মবিশ্বাসীই লাগছিল অধিনায়ক শান্তকে। ম্যাকব্রাইনকে ছক্কা মেরে নিজের আগমনী বার্তাও দেন। কিন্তু ছক্কার ঠিক পরের ডেলিভারিতেই বোল্ড হয়ে ফিরতে হয় শান্তকে। করেন মাত্র ৮ রান।

তবে শুরুর ধাক্কা সামলে মুশফিক ও মুমিনুল মিলে দলকে এগিয়ে নেন শতরানের কৃতিত্বে। প্রথম সেশনের ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। মুমিনুল খেলছেন ২৯ বলে ১৭ রান, আর মুশফিকের ব্যাটে এসেছে ১৮ বলে ধীরস্থির ৩ রান।

 

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9