সিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ৮৬ রান, তবে ইতিমধ্যে হারিয়েছে ৫ উইকেট। ফলে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, ৩০১ রানের লিড পায় স্বাগতিকরা। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদুল হাসান জয়, খেলেছেন ১৭১ রানের দুর্দান্ত ইনিংস। নাজমুল হোসেন শান্ত করেছেন সেঞ্চুরি (১০০), মুমিনুল হক যোগ করেন ৮২ এবং লিটন দাস খেলেন ৬০ রানের ইনিংস।
জবাবে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের শুরুটাই ছিল বিপর্যয়ে ভরা। মাত্র ৮ বলে ৫ রান করা ওপেনার ক্যাডে কারমাইকেলকে ফিরিয়ে দেন নাহিদ রানা। এরপর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন পল স্টার্লিং, তবে ৫৯ বলে ৪৩ রান করে তিনি রান আউট হন অধিনায়ক শান্তর সরাসরি থ্রোতে। হ্যারি টেক্টরকেও বেশি দূর যেতে দেননি তাইজুল ইসলাম, ৪৭ বলে ১৮ রান করা টেক্টর এলবিডব্লিউ হন।
শেষ দিকে লড়াইয়ের চেষ্টা করেছিলেন কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার। কিন্তু ১৯ বলে ৫ রান করা ক্যাম্ফার এবং ২০ বলে ৯ রান করা টাকার, দুজনকেই ফিরিয়ে দেন হাসান মুরাদ। তৃতীয় দিনের শেষে ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রানে থামে আইরিশদের ইনিংস, ফলে ২১৫ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট, নাহিদ রানা ও তাইজুল ইসলাম পেয়েছেন একটি করে উইকেট।