শান্তর সেঞ্চুরি, ২৪-এর আগস্টের সুখস্মৃতি ফিরল সিলেটে

ব্যাটিংয়ে শান্ত
ব্যাটিংয়ে শান্ত  © সংগৃহীত

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় লিডের পর ব্যাট হাতে রানের উৎসব করছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা, আর আজ বহু প্রতীক্ষিত ৫০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছে টাইগাররা।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই আইরিশদের দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ১০৪ বলে খেলেন ঝলমলে ৮০ রানের ইনিংস। অপর প্রান্তে মাহমুদুল হাসান জয় খেলেছেন ইনিংসের সেরা পারফরম্যান্স, ২৮৬ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি।

তিন নম্বরে নামা মুমিনুল হকও দেখিয়েছেন তার স্বভাবসুলভ ধারাবাহিকতা। ১৩২ বলে ৮২ রান করে তিনি থেমেছেন সেঞ্চুরির ১৮ রান দূরে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাঠে নেমেই দেখিয়েছেন দাপট। দ্রুত ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরিও ছুঁয়ে ফেলেন শান্ত। অবশ্য তিন অঙ্ক স্পর্শ করার পরই ফেরেন টাইগার দলপতি। লিটন দাসও ফিফটি তুলে সাজঘরে ফেরার আগে ইনিংসটিকে বড় করে তোলেন। বর্তমানে মুরাদের সঙ্গী হয়ে ব্যাট করছেন মেহেদী মিরাজ।

বাংলাদেশের সর্বশেষ ৫০০ বা তার বেশি রানের ইনিংস এসেছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে। এরপর টানা ২১ ইনিংসে সেই অর্জন হাতছাড়া হয়েছিল। 

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় দল। অবশেষে সিলেটে সেই অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা—দৃঢ়, আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সহজেই পেরিয়েছে ৫০০ রানের বাধা। 


সর্বশেষ সংবাদ