সিরিজ জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২৬ AM
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ম্যাচটা শুরু হবে। প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে মেহেদী মিরাজের দল জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে।
তবে এ ম্যাচের আগে আলোচনায় মিরপুরের কালো মাটির পিচ। ওয়েস্ট ইন্ডিজের জন্যই এমন উইকেটে স্পিনের ফাঁদ পেতেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর উল্টো প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ নিজেদের পাতা ফাঁদেই পড়ল না তো! দ্বিতীয় ওয়ানডেতে ক্রিকেটের ইতিহাসেই প্রথমবার পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বোলিং করায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে সফলও হয় দলটি।
সিরিজ জিততে হলে দলের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে হবে বাংলাদেশের। ওয়ানডেতে টানা সাত ম্যাচ অলআউট হওয়া বাংলাদেশের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে ব্যাটিং ব্যর্থতা। সিরিজ জিততে হলে তাই সাইফ, হৃদয়, মেহেদীদের আজ ভালো কিছুই করতে হবে।