মাহিদুল ইসলাম অঙ্কন © ফাইল ছবি
বাংলাদেশের ১৫৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অভিষেক ম্যাচেই তার ব্যাটে দেখা মিলল পরিণত ইনিংসের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আত্মপ্রকাশ করেন এই তরুণ ক্রিকেটার।
অঙ্কনের সুযোগ ছিল বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে ফিফটি করার। তবে সেই স্বপ্ন থেকে মাত্র চার রান দূরে থেমে যেতে হয় তাকে। রোস্টন চেজের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন অঙ্কন। তার ৭৬ বলের ইনিংসে ছিল দারুণ দৃঢ়তা—৪৬ রানের এই ইনিংস অভিষেকে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
এর আগে বাংলাদেশের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন মাহিদুল। ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন এই ডানহাতি ব্যাটার।
দেশীয় ক্রিকেটে ইতিমধ্যেই ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন অঙ্কন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরিসহ তার সংগ্রহ ৩৪২৯ রান। ব্যাটিং গড় ৪৪.৫৩ এবং স্ট্রাইক রেট ৭২.৫৭।