আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারল কোথায়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ AM
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২২১ রান। জবাবে আফগানিস্তান ৫ উইকেট হাতে রেখে এবং ১৭ বল বাকিতে লক্ষ্য ছুঁয়ে ফেলে। শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল আফগানরা।
এই ম্যাচেও দেখা গেল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ছিল জুটি গড়তে না পারা। পুরো ইনিংসে কেবল একটি বড় জুটি গড়তে পেরেছে বাংলাদেশ—তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মধ্যে তৃতীয় উইকেটে ১৪১ বলে ১০১ রানের জুটি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল মাত্র ২৮ রানের, যা হৃদয় ও সাইফ হাসানের মধ্যে হয় ৪০ বলে। এই দুর্বল পারফরম্যান্সই দলের জন্য পর্যাপ্ত রান এনে দিতে ব্যর্থ হয়।
অন্যদিকে আফগানিস্তানের ব্যাটিং ছিল বেশ পরিকল্পিত ও ধারাবাহিক। যদিও তাদের কোনো জুটি শতরানের হয়নি, তবুও তারা গড়েছে তিনটি পঞ্চাশোর্ধ্ব জুটি। গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনী জুটিতে করেন ৫২ রান। এরপর গুরবাজ ও রহমত শাহ তৃতীয় উইকেটে যোগ করেন আরও ৭৮ রান। পরে আজমতউল্লাহ ও শহীদির মধ্যে ৫৯ রানের অপরাজিত জুটি ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। এমন কার্যকর পারফরম্যান্সই জয় এনে দেয় আফগানিস্তানকে।
ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেন, বাংলাদেশ মূলত হেরেছে শেষ দিকে জুটি গড়তে না পারার কারণেই। তার ভাষায়, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল।’ তিনি আরও বলেন, ‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাঁদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’
টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ায় সিরিজে ফিরে আসতে হলে পরের দুই ম্যাচে জয় প্রয়োজন।
তবে অধিনায়ক মিরাজ এখনও আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব এগুলো থেকে শিখব। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’