আয়ারল্যান্ড ক্রিকেট দল © সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। তবে তারা নেই টেস্ট স্কোয়াডে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইরিশরা সিরিজটিকে প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে। এ কারণেই চোট কাটিয়ে ফেরা অ্যাডায়ার ও লিটলকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে। হাঁটুর চোটে অ্যাডায়ার সর্বশেষ খেলেছেন জুনে, আর সাইড স্ট্রেইনের কারণে মে মাস থেকে মাঠের বাইরে ছিলেন লিটল।
আসন্ন সফরে আয়ারল্যান্ড দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায় ১৯ নভেম্বর। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ—প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং শেষ টি-টোয়েন্টি ২ ডিসেম্বর ঢাকায়।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন পল স্টার্লিং। টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি। তার নেতৃত্বাধীন স্কোয়াডে পাঁচজন নতুন মুখের জায়গা হয়েছে—ব্যাটার ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, অলরাউন্ডার জর্ডান নেইল, বাঁ-হাতি পেসার লিয়াম ম্যাককার্থি ও স্পিনার গ্যাভিন হোয়ে। সিলেটে টেস্ট অভিষেক হতে পারে তাদের।
এদিকে আয়ারল্যান্ড সফরের আগে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। তারা ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
আয়ারল্যান্ডের স্কোয়াড
টেস্ট: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
টি-টোয়েন্টি: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিট্জ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হাম্প্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।