সাকিবকে ছাড়িয়ে লিটনের ইতিহাস

লিটন দাস
লিটন দাস  © সংগৃহীত

ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন দাস। ষষ্ঠ ওভারে দুষ্মন্ত চামিরার বলে চতুর্থ বলটিতে দৃষ্টিনন্দন এক বাউন্ডারিতে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি।

এর আগে, এই রেকর্ড সাকিব আল হাসানের দখলে ছিল, ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে তার রান ছিল ২ হাজার ৫৫১। এদিন ২৩ রান করেই সাকিবকে পেছনে ফেলেন লিটন। ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে তার মোট রান এখন ২ হাজার ৫৫৬।

তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। পরের ওভারেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন পাতুম নিশাঙ্কার হাতে। ১৬ বলে ২৩ রান করে ফিরতে হয় তাকে।

অন্যদিকে, বল হাতে মোস্তাফিজুর রহমানও ছুঁয়ে ফেলেন সাকিবের আরেক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তি যৌথভাবে তাদের (১৫০ উইকেট)।


সর্বশেষ সংবাদ