ভালো শুরুর পরও ‘বড়’ পুঁজি পেল না বাংলাদেশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দুর্দান্ত এক গোড়াপত্তন পেয়েছিল বাংলাদেশ। তবে দুই ওপেনারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি মিডল-অর্ডারের ব্যাটাররা। তাদের ব্যাটিং ব্যর্থতায় লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহও বড় হয়ে উঠেনি। এতে এশিয়া কাপের সুপার ফোরের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে কোনোরকমে দেড় শ' রান ছুঁয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৩ ছক্কা ও ৪ চারে ৩১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার তামিম।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে সবশেষ ১২ ম্যাচের মধ্যে রেকর্ড উদ্ভোধনী জুটি গড়ে টাইগাররা। তবে ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলেই আফগান শিবিরে স্বস্তি ফেরান রশিদ খান। আফগান অধিনায়ককে স্লগ করতে গিয়ে লাইন মিস করেন সাইফ। বোল্ড হয়ে ২৮ বলে ৩০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন লিটন দাস (১১ বলে ৯)। নিজের প্রথম বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরান নুর আহমেদ। রিভিউ নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখান এই রিস্ট স্পিনার।

ইনিংসের ১২তম ওভারে ফিফটি ছুঁয়ে পরের ওভারে ২ রান নিতে গিয়ে প্যাভিলিয়নের পথে ধরেন তামিম। মূলত নুর আহমেদকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের মুঠোবন্দি হন ৩১ বলে ৫২ রান করা এই ওপেনার।

এর আগে, অবশ্য চলতি বছরে চর্তুথ ফিফটির দেখা পেয়ে যান তামিম। এই ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটারদের যৌথ রেকর্ড এটি। ২০২২ ও এ বছরই লিটন দাসও চারবার পঞ্চাশ ছুঁয়েছেন।

এরপর শামীম পাটোয়ারীও আস্থার নাম হয়ে উঠতে পারেননি। ধীরগতির এক ইনিংসে দুই অঙ্ক পেরিয়েই ফেরেন এই অলরাউন্ডার। রশিদের স্পিন বিষে এলবিডব্লু’র ফাঁদে পরার আগে ১১ বলে ১১ রান করেন শামীম।

এছাড়াও জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেললে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

 

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির ৫ নেতার পদত্যাগ
  • ০৭ জানুয়ারি ২০২৬