তানজিদের ছক্কার রেকর্ড, বাংলাদেশেরও রেকর্ড
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
বাংলাদেশের উঠতি ওপেনার তানজিদ তামিম ফের প্রমাণ করলেন, কেন দেশের টি–টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তিনি। এশিয়া কাপের ১৭তম আসরে 'ডু অর ডাই' ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এতে লাল-সবুজের জার্সিতে চলতি বছরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তারই দখলে।
মূলত এদিন প্রথম ছক্কা হাঁকানোর পরই এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেন তামিম। চলতি বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৬টি ছক্কা তার। চলতি বছরই ২৩টি ছক্কা নিয়ে দুইয়ে পারভেজ ইমন।
এদিকে তামিমের তৃতীয় ছক্কাটি চলতি বছর এই ফরম্যাটে ১২৩তম ছক্কা বাংলাদেশের। গেল বছরও ১২২টি ছক্কা মেরেছিল টাইগাররা। অবশ্য, গতবারের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই এই রেকর্ডটা গড়ল লাল-সবুজেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯৫/২।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সবশেষ ১২ ম্যাচের মধ্যে রেকর্ড উদ্ভোধনী জুটি গড়ে টাইগাররা। তবে ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলেই আফগান শিবিরে স্বস্তি ফেরান রশিদ খান। আফগান অধিনায়ককে স্লগ করতে গিয়ে লাইন মিস করেন সাইফ। বোল্ড হয়ে ২৮ বলে ৩০ রানে ফেরেন এই ওপেনার।
এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন লিটন দাস (১১ বলে ৯)। নিজের প্রথম বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরান নুর আহমেদ। রিভিউ নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখান এই রিস্ট স্পিনার।