‘জীবন’ পেয়েও টিকলেন না হৃদয়

তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয়   © সংগৃহীত

‘লোফা’ এক ক্যাচ তুলেও চারিথ আসালাঙ্কার সৌজন্যে ‘জীবন’ পেয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে জীবন পেলেও তাতে কোনো ফায়দা হয়নি বাংলাদেশের। পরের বলে ৩ রান নিতে চেয়েছিলেন এই ব্যাটার। কিন্তু কামিল মিশারার সরাসরি থ্রোয়ে রানআউট তিনি। দলীয় ১১ রানে ৯ বলে ৮ রান করে ফেরেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান। উইকেটে আছেন অধিনায়ক লিটন (১৮) ও মেহেদী (৪)।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। লঙ্কান পেসার নুয়ান থুসারার প্রথম পাঁচ বল সামলাতেই হিমশিম খাচ্ছিলেন তানজিদ তামিম, রান তো দূরে থাক, ব্যাটে বলে সংযোগই হচ্ছিল না ঠিকঠাক। ষষ্ঠ বলে এসে সেই অচলাবস্থার করুণ পরিণতি—দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।

সবমিলিয়ে থুসারার কাছে যেন ক্রমশই দুঃস্বপ্নে রূপ নিচ্ছেন তামিম। তাদের মুখোমুখি পাঁচ ইনিংসে তৃতীয়বার তানজিদের পরাজয় এটি। একরকম ব্যক্তিগত লড়াইয়েরই একতরফা পরিণতি।

এরপর চামিরার ওভারের চতুর্থ বলেই অফ স্ট্যাম্পের বাইরের দুর্দান্ত লাইন, অফ ব্যালান্স হয়ে খোঁচা দিয়েছিলেন পারভেজ ইমন। তবে বল সোজা গ্লাভসে, উইকেটকিপারের হাতে ধরা পড়েন এই ওপেনার-ও।


সর্বশেষ সংবাদ