বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত
প্রত্যাশিত জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করা বাংলাদেশের সামনে এবার কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা।
এই ম্যাচে জিতলেই সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য লিটন দাসের পক্ষে কথা বলেনি। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বোলিং নেওয়ার পেছনে কারণ সম্পর্কে শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, নতুন পিচে খেলা হবে। বোলিংয়ে সেটার সুবিধা কাজে লাগাতে চায় তার দল।
তবে ব্যাটিং করতে হচ্ছে বলে ‘সমস্যা দেখছেন না’ লিটন। তার দাবি, ‘ডোন্ট মাইন্ড ব্যাটিং ফার্স্ট’। পিচ ভালো বলেই ভাবছেন তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় শরিফুল ইসলাম ঢুকেছেন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং নুয়ান থুসারা।