শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকার বিয়ে করছেন, পাত্রী কে এই সানিয়া?

১৪ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দক

অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দক © সংগৃহীত

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বাড়িতে সাজ সাজ রব। এ বাড়ির আরেক টেন্ডুলকার যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! শচীনের ছেলে অর্জুন তার নতুন জীবন শুরু করতে চলেছেন। ইতোমধ্যে তার বাগদানও সম্পন্ন হয়ে গেছে। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে সূত্র নিশ্চিত করেছে, পারিবারিক এক অনুষ্ঠানে মুম্বাইয়ের ব্যবসায়ী রবি ইকবাল ঘাইয়ের নাতি সানিয়া চন্দকের সঙ্গে বাগ্‌দান সম্পন্ন করেছেন অর্জুন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আংটি বদল করেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এই ক্রিকেটার। 

টেন্ডুলকার কিংবা রবি ঘাইয়ের পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গ্রাভিস গ্রুপের চেয়ারম্যান ৭০ বছর বয়সী শিল্পপতি রবি ঘাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম কোম্পানির মালিক। ইকোনমিক টাইমস জানিয়েছে, রবি ঘাইয়ের ছেলে গৌরব ঘাইয়ের মেয়ে সানিয়া। গৌরবের সঙ্গে তাঁর বাবার পারিবারিক বিরোধ রয়েছে।

কে এই সানিয়া চন্দক
মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন সানিয়া। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেন। ভারতের আর্থিক বিষয়াদির সংবাদমাধ্যম ও পে সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ জানিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস) থেকে গত বছর ভেটেরিনারি টেকনিশিয়ানের সার্টিফিকেট নিয়েছেন সানিয়া।

মুম্বাইয়ে ‘মি: পওজ পেট স্পা অ্যান্ড স্টোর’–এর পরিচালক ও ব্যবসায়িক অংশীদারও সানিয়া। এই ব্যবসা থেকে বছরে ৯০ লাখ রুপি আয় হয় বলে জানিয়েছে এনডিটিভি। সানিয়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ জানা যায়নি। তিনি মিডিয়া ও নিজের প্রচার একটু এড়িয়ে চলেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। রবি ঘাইয়ের প্রতিষ্ঠান গ্রাভিস ফুড সলিউশনস ২০২৩-২৪ অর্থবছরে ৬২৪ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস, যা আগের অর্থবছরের তুলনায় ২০ শতাংশ বেশি। তবে রবি ঘাইয়ের সব প্রতিষ্ঠান মিলিয়ে তাঁর মোট সম্পদের সঠিক আর্থিক মূল্য জানা যায়নি। অর্জুনের বোন সারা টেন্ডুলকারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক সানিয়া চন্দকের। ইনস্টাগ্রামে দুজনের একসঙ্গে ছবি দেখা যায়।

সানিয়ার দাদা রবি ঘাইয়ের বাবা ইকবাল কৃষাণ ‘আই কে’ ঘাই ভারতে ‘আইসক্রিমের মহারাজা’ হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সৈন্যদের তিনি ঘরে বানানো খাবার সরবরাহ করতেন। ভারতে কোয়ালিটি আইসক্রিম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর ছেলে রবি ঘাই কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ব্যবস্থাপনায় ডিগ্রি নিয়ে ১৯৬৭ সালে ব্যবসায় মনোযোগ দেন। রবির ছেলে গৌরব ঘাই এখন ব্যবসায়িক গ্রুপগুলোর নেতৃত্ব দিচ্ছেন।

অর্জুন এখন যেখানে দাঁড়িয়ে
কিংবদন্তি ক্রিকেটার বাবার সন্তান হলেও প্রত্যাশার খুব কমই পূরণ করতে পেরেছেন অর্জুন। বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার ভারতের ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩২ রান করেছেন। ২৪ টি-টোয়েন্টিতে ২৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১১৯ রান। আর ১৮টি ওয়ানডে (লিস্ট এ) ম্যাচে ১০২ রান করার পাশাপাশি নিয়েছেন ২৫ উইকেট। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০২৩ সালে অভিষেক অর্জুনের। সেবার ৪ ম্যাচ খেলে নেন ৩ উইকেট। পরের মৌসুমে একটি ম্যাচ খেললেও উইকেট পাননি।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের দল এলিং ক্লাবে খেলেছেন। মুম্বাইয়ের বয়সভিত্তিক দল থেকে উঠে এসে ২০২০-২১ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরু করেন অর্জুন। সে বছর মুম্বাইয়ের হয়ে খেলার পর ২০২২-২৩ মৌসুমে গোয়ায় যোগ দেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের এই একমাত্র ছেলে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অর্জুনের মোট সম্পদের আর্থিক মূল্য ২২ কোটি রুপি। বেশির ভাগ আয় করেছেন আইপিএল থেকে। ২০২০ সালে ২০ লাখ রুপিতে সই করেন মুম্বাইয়ে। পরের বছর ৩০ লাখ রুপিতে তাঁকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজি দলটি। গত পাঁচ মৌসুমে আইপিএল থেকে ১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছেন অর্জুন। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি মিলিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য খাত থেকে বছরে ১০ লাখ রুপি আয় অর্জুনের। সব মিলিয়ে ক্রিকেট থেকে তাঁর বার্ষিক আয় প্রায় ৫০ লাখ রুপি।

অর্জুন তাঁর মা–বাবার সঙ্গেই থাকেন। মুম্বাইয়ে ২০০৭ সালে ৩৯ কোটি রুপি খরচ করে ৬ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি কেনেন শচীন টেন্ডুলকার, যেটার দাম এখন প্রায় ১০০ কোটি রুপি। লন্ডনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট আছে টেন্ডুলকারের। গ্রীষ্মকালে সেখানে গিয়ে অনুশীলন করেন অর্জুন।

 

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9