ভারতের সেরা ক্রিকেটার হিসেবে যাকে বেছে নিলেন শাস্ত্রী
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৪৩ PM
কোচ ও টিম ডিরেক্টর হিসেবে বেশ কয়েক বছর ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রবি শাস্ত্রী। সাম্প্রতিক সময়ে ধারাভাষ্যকার হিসেবেও ব্যস্ত সময় কাটছে তার। ফলে, নিয়মিতই ম্যান ইন ব্লুদের খোঁজখবর রাখেন তিনি। এক সময়ে তিনিও দেশটির হয়ে ২২ গজ মাতিয়েছেন। সবমিলিয়ে ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকেই চেনেন শাস্ত্রী। তার মতে, গত এক দশকে ভারতের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বিরাট কোহলি।
সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে হাজির হয়েছিলেন শাস্ত্রী। সেখানেই তাকে আধুনিক যুগের সেরা ক্রিকেটারকে নির্বাচন করতে বলা হয়। অবশ্য এ নিয়ে বেশিক্ষণ কালক্ষেপণ করতে হয়নি তাকে।
শাস্ত্রীর ভাষ্য, এই মুহূর্তে একটা তরুণ দল ইংল্যান্ডে খেলছে। তবে সেরা ক্রিকেটার বা গত এক দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে বললে আমি বিরাট কোহলির নামই বলব।
কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেন, আমি বিরাটের একটা উদাহরণ দেব। গিল যা, তার ঠিক উল্টো ছিল কোহলি। অতি আগ্রাসী ছিল। সব সময় মনে হত, প্রতিটা সেশনে অন্তত পাঁচটা করে উইকেট চাচ্ছে কোহলি। সেটা তো হয় না। কখনও কখনও পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং সাজাতে হয়।
এরপরই শাস্ত্রীকে এমন এক বোলারকে বেছে নিতে বলা হয়েছিল, যার বিপক্ষে কখনোই খেলতে চাইবেন না তিনি। এক্ষেত্রেও সময় না নিয়েই জাসপ্রিত বুমরাহকে বেছে নেন তিনি।