১৩ ইনিংস পর লিটনের ফিফটি

লিটন দাস
লিটন দাস   © সংগৃহীত

লাল বল হোক বা সাদা, সাদা হোক কিংবা রঙিন পোশাক, একটা সময়ে ধারাবাহিক ছিলেন লিটন কুমার দাস। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা ব্যর্থতার। একই হতাশার বৃত্তে বন্দি ছিলেন তিনি। অবশেষে সেই জাল ছিড়তে পারলেন অভিজ্ঞ এই ব্যাটার। 

১৩ ইনিংস পর পঞ্চাশ ছুঁলেন টাইগার দলপতি। সবশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে তার প্রথম ফিফটি এটি। সবমিলিয়ে এই সংস্করণে তার ১২তম ফিফটি এটি।

দলীয় ৭ রানে দুই ওপেনারকে হারানোর পর ক্রিজে এসেছিলেন লিটন। তবে একপ্রান্ত আগলে রেখেই দলকে এগিয়ে নিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৫ রান। লিটন ৫৫ এবং শামীম ২০ রানে উইকেটে আছেন।

এর আগে,  টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে থুসারার বলে বোল্ড হন পারভেজ হোসেন ইমন। তিন বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।

পরের ওভারেই আরেক ওপেনার তানজিদকে হারায় সফরকারীরা। ফার্নান্দোর বলে পেরেরার তালুবন্দি হয়ে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।

দুই ওপেনার ফেরার পর লিটন-হৃদয়ের জুটিতে আশা দেখতে শুরু করছিল বাংলাদেশ। জুটির ফিফটি পেরিয়েও গিয়েছিল। কিন্তু দলীয় ৭৬ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। বিনুরা ফার্নান্দোর বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ৩১ রান করে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও দুই বল পরই আউট হয়ে গেছেন। মাত্র ১ রান করেন এই অলরাউন্ডার। 


সর্বশেষ সংবাদ