শান্তর খেলা অনিশ্চিত, সিরিজ নির্ধারণী ম্যাচে দুশ্চিন্তায় বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © ফাইল ফটো

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে জয় সত্ত্বেও স্বস্তিতে নেই দলটি। কারণ, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে এখন নাজমুল হোসেন শান্তর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শান্তর পেশিতে টান লেগে ব্যথা অনুভূত হওয়ায় তাঁকে আইস থেরাপি দেওয়া হয়েছে এবং রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শান্তর চোটের ব্যাপারে আমার কাছে এখনো কিছু জানানো হয়নি। বড় ধরনের কিছু হলে আমাদের জানানো হয়। ওখানে আমাদের একজন চিকিৎসক আছেন, তিনিই শান্তর অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

বিসিবি সূত্র আরও জানায়, যদি শান্তের ঊরুর মাংসপেশিতে ব্যথা থেকে থাকে, তাহলে অন্তত তিন দিনের বিশ্রাম দরকার হবে। সেই হিসেবে ৮ জুলাই পরশু, পাল্লেকেলেতে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে তাঁর না–ও খেলার আশঙ্কা আছে।

জয়ের রাতেই শান্ত নিজে টিম হোটেলে হেঁটে লিফট ধরে রুমে ফেরেন। এক সমর্থক তাঁর শারীরিক অবস্থা জানতে চাইলে শান্ত জানান, পা ভালো আছে। তবে সূত্র বলছে, পেশিতে ব্যথার কারণে তাঁকে আপাতত বিশ্রামে রাখা হচ্ছে। আজ দলের সঙ্গে তিনি পাল্লেকেলেতে গেলেও অনুশীলনে নামবেন না বলেই ধারণা করা হচ্ছে।

চিকিৎসকেরা চাইছেন, পেশিতে যেন কোনো বাড়তি চাপ না পড়ে। তাই শান্তকে রাখা হয়েছে সম্পূর্ণ বিশ্রামে এবং তাঁর চিকিৎসার অংশ হিসেবে গতকাল থেকেই চলছে ঠান্ডা শুশ্রূষা।


সর্বশেষ সংবাদ