আড়াই শ'র আগে থামল বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডে'র ধস থেকেও শিক্ষা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আজও উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। অবশ্য ফিফটির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়। তবুও ব্যাটিংয়ে স্বস্তি মেলেনি। জোড়া ফিফটিতে কেবল মান বাঁচানো পুঁজি পেয়েছে সফরকারীরা।

শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৫ দশমিক ৫ উইকেটে ২৪৮ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৩ ছক্কা ও ৬ চারে দলের হয়ে ৬৯ বলে সবোর্চ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৯ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনে নামা নাজমুল হোসেন শান্তও দুই অঙ্ক (১৪) পেরোনোর পর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। 

সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই একপ্রান্ত ধরে রেখেছিলেন পারভেজ হোসেন ইমন। ৬৯ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। মূলত তার বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। 

এরপর দ্রুতই ফেরেন মেহেদী হাসান মিরাজ (৯)। অধিনায়কের বিদায়ের পর আশা জাগিয়েছিলেন তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। তবে ২২ রানের বেশি আসেনি শামীমের ব্যাট থেকে।

দ্রুত ৫ উইকেট হারানোর পর দলীয় স্কোরশিট সচল রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী। তবে জাকের বিদায়ে ভাঙে জুটি—৬১ বলে ৪৫ রান এসেছিল এই জুটির। ৪০ বলে ১২ রান করে ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাকের।

এরপর তানজিমকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন হৃদয়। ক্যারিয়ারের এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফিফটিও তুলে নেন। তবে তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার। রান আউট হয়ে তানজিমের ওপর খেপে ব্যাটও ছুঁড়ে ফেলেন হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশ। মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় লাল-সবুজরা। অবশ্য শেষদিকে ঝড় তুলেছিলেন তানজিম। ২১ বলে ৩৩ রানের ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। মোস্তাফিজুর রহমান (০), তানভীর ইসলাম (৪), হাসান মাহমুদ (০) কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence