রান আউট হয়ে ব্যাট ছুঁড়ে ফেলেন হৃদয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৬:৫২ PM

দ্রুত ৫ উইকেট হারানোর পর দলীয় স্কোরশিট সচল রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী। তবে জাকের বিদায়ে ভাঙে জুটি—৬১ বলে ৪৫ রান এসেছিল এই জুটির। ৪০ বলে ১২ রান করে ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাকের।
এরপর তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন হৃদয়। ক্যারিয়ারের এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফিফটিও তুলে নেন। তবে তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার। রান আউট হয়ে তানজিমের ওপর খেপে ব্যাটও ছুঁড়ে ফেলেন হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান। উইকেটে আছেন তানভীর ও তানজিম।
ফার্নান্দোর বল মিড উইকেটে ঠেলে একবার প্রান্ত বদল করেন হৃদয়। দ্বিতীয়টির জন্যও দৌড় শুরু করেন। কিন্তু তাতে সায় দেননি স্ট্রাইক প্রান্তে থাকা তানজিম। অবশ্য ততক্ষণে মাঝ ক্রিজে পৌঁছে যান হৃদয়। মাদুস্কার থ্রোয়ে ষ্ট্যাম্পও ভেঙে দেন ফার্নান্দো। হতাশায় ব্যাট ছুড়ে ফেলেন হৃদয়। ফেরার আগে ৬৯ বলে ৫১ রান করেন এই ব্যাটার।