বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুটা বেশ আশাব্যঞ্জক ছিল বাংলাদেশের জন্য। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে আড়াইশোর আগেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে বড় ধসের শিকার হয় টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ঝকঝকে। মাত্র এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করে বাংলাদেশ। কিন্তু ১০০ রানে থাকা দলটি হঠাৎ করেই ছন্দ হারায়। মাত্র ৫ রান যোগ করতে গিয়ে ৬ ব্যাটার সাজঘরে ফেরেন।
এক উইকেটে ১০০ থেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১০৫! পুরো দল ৩৫.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। ফলে ৭৭ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা, সিরিজে এগিয়ে যায় ১-০তে।
এই ব্যাটিং বিপর্যয় নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে তুমুল সমালোচনা। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন সাবেকরা, বিশ্লেষকরা। এ বিষয়ে দেশের এক টেলিভিশনকে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, “একটা সময় মনে হচ্ছিল, খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। কিন্তু শান্ত রান আউট হয়ে যাওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। সেট ব্যাটারের আউট হওয়াটা দলের জন্য বড় অসুবিধা ছিল। নতুন ব্যাটারের জন্য রান তাড়া করা কঠিন হয়ে পড়ে।”
ব্যাটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল। বলেন, “এই উইকেটে যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেই জায়গাটায় আরও কাজ করার প্রয়োজন আছে।”