হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে শান্ত

০২ জুলাই ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৭:০৪ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারে উল্লেখযোগ্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামলেই নিজের ৫০তম ম্যাচ খেলবেন তিনি।

বাংলাদেশের ৩২তম ক্রিকেটার হতে যাচ্ছেন শান্ত, যিনি দেশের হয়ে অন্তত ৫০টি ওয়ানডে খেলবেন। লাল-সবুজের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড মুশফিকুর রহিমের—মোট ২৭৪টি ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এরপরই ওয়ানডে থেকে অবসর নেন তিনি।

২০১৮ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শান্ত। সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় দলের ব্যাটিং লাইন-আপে নির্ভরযোগ্য এক নাম হয়ে উঠেন তিনি।

এ পর্যন্ত ৪৮ ইনিংসে ব্যাট করে ১ হাজার ৫৬৫ রান করেছেন শান্ত, গড় ৩৪ দশমিক ৭৭। তার নামের পাশে তিন সেঞ্চুরির পাশাপাশি ১০টি অর্ধশতক-ও রয়েছে। আয়ারল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি।

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা—অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন, যার ওপর ভর করেই ৬ উইকেটে ম্যাচটি জেতে বাংলাদেশ।

এদিকে শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও জাতীয় দলে দায়িত্ব পালন করেছেন শান্ত। এখন পর্যন্ত ১৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ৪টিতে জিতেছে বাংলাদেশ, বিপরীতে হার ৯টিতে।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬