বড় সুখবর পেলেন শান্ত-মুশফিক

২৫ জুন ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:১৫ AM
শান্ত-মুশফিক

শান্ত-মুশফিক © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেন তিনি। এতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়েছেন শান্ত। 

বুধবার (২৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে উঠেছেন শান্ত। তার রেটিং পয়েন্ট ৬১৩।

এদিকে গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন তিনি। ম্যাচজুড়ে ২১২ রান করে র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়ে শান্তর ঠিক ওপরে অর্থাৎ ২৮তম স্থানে মুশি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১৫। শান্তর চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে সেরা র‌্যাঙ্কিংয়ে মুশি।

অন্যদিকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করলেও লিটন দাসের অবনতি হয়েছে। তিন ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন তিনি। 

মুমিনুল হকের পাঁচ ধাপ অবনতি হয়েছে। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রান করায় ৫১তম স্থানে অভিজ্ঞ এই ব্যাটার। 

প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করায় তিন ধাপ এগিয়ে ৫০২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে উঠেছেন সাদমান ইসলাম।

এদিকে গল টেস্টের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন স্পিনার নাঈম হাসান। বর্তমানে ৪৮তম স্থানে তিনি। এছাড়া প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ। 

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬